Rhyme

সবার মনের স্বপ্ন! [ছড়া]

সবার মনের স্বপ্ন!


দেশটা এগিয়ে যাবে,


ছোট বড় সবাই

 

সুখের দেখা পাবে!

View kingofwords's Full Portfolio
tags:

আমরা বাংলাদেশি [ছড়া]

আমরা বাংলাদেশি,


অংশ বাংলাদেশের,


হবো সেরার সেরা,

 

স্বপ্ন সবার মনের!

View kingofwords's Full Portfolio
tags:

একতাই শক্তি! [ছড়া]

একতাই শক্তি,


একতাই মুক্তি,


একতা ভালো,

 

একতা আলো!

View kingofwords's Full Portfolio
tags:

জেগে উঠো! [ছড়া]

আর কতো ঘুমাবে তুমি?


জেগে উঠো, জেগে উঠো,


অন্যায়ের বিপক্ষে তুমি,


পাগলা ঘোড়ার মতো ছুটো!

View kingofwords's Full Portfolio
tags:

বঙ্গবন্ধুঃ সাহসী বাংলাদেশি! [ছড়া]

বাঘের মতন সাহসী,


বঙ্গবন্ধু তার নাম,


দূর্বার বাংলাদেশি,


তোমায় হাজারো সালাম!

View kingofwords's Full Portfolio
tags:

গর্বিত বাংলাদেশি [ছড়া]

গর্বিত বাংলাদেশি,


তুমি, আমি, সবাই,


দেশের কাজে বেশী,


সবাই এগিয়ে যাই!

View kingofwords's Full Portfolio
tags:

বঙ্গবন্ধুর স্বপ্ন [ছড়া]

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল


স্বাধীন বাংলাদেশ,


স্বপ্ন তার পূর্ণ হলো,


স্বাধীন মোদের দেশ!

View kingofwords's Full Portfolio
tags:

স্বাধীনতা রক্ষা করি [ছড়া]

স্বাধীনতা রক্ষা করি,


স্বাধীন এ দেশ গড়ি,


করবো না আর দুর্নীতি কেউ,

 

উঠবে দেখো উন্নতির ঢেউ!

View kingofwords's Full Portfolio
tags:

রক্ত দিয়ে কেনা! [ছড়া]

রক্ত দিয়ে কেনা


স্বাধীনতা মোদের,


হয়েছে চুরমার


দম্ভ যতো ওদের!

View kingofwords's Full Portfolio
tags: