welcome

শত গোলাপের শুভেচ্ছা তোমায়

শত গোলাপের শুভেচ্ছা তোমায়,


তুমি এলে মোর মনের বারান্দায়,


 এত কাছে পাবোভাবিনি কভু!


গেছো অনেক আগে চলেঅনুভবে আছো তবু।


 

ভালোবাসার আসল মানে বুঝেছি,


তোমার সাথে ছিলামরবোআছি,


সূর্য ছাড়া চাঁদ মূল্যহীন যেমন,


তুমি ছাড়া আমি নিষ্প্রাণ তেমন!


 

তোমার আমার ভালোবাসার স্তুতি গাইবে সকলে,


বর্তমানেভবিষ্যতে এবং কালে কালে,


লাইলী মজনুর নাম অমর যেমন করে,


রবে মোদের নাম তেমন সময়ের কাঁথায় গাঁথা স্বর্ণাক্ষরে।


 

তোমার আমার মাঝে কভু আসবে না,


যা কিছু আবর্জনার মত বাজেকক্ষনো না,


দেবো না কোনও শয়তানকে চিড় ধরাতে,


আদম এবং হাওয়াকে ফেলল ফাঁদে যেমনবেহেস্তে।


 

এ সৌরজগতের সকল সুখময় অনুভূতিকে,


মন্দিরের বেদীতে শ্রদ্ধায় ছড়ানো ফুলের মত দেবো তোমাকে,


তুমি যাবে ভুলে,

 

কান্না কাকে বলে!

Author's Notes/Comments: 
View kingofwords's Full Portfolio
tags:

To Become

Society's filled so dark
A sickness fit to last
A hasty hungry shark
A one that bites the glass

The air turns a poison mist
and the grass turns to a distant waste
A glare becomes a fist
and then a flower becomes erased











welcome

Flowers for all vases
Candles lit, even during the day
Tables full of your culinary preferences
The room is decorated with red petals
The warm water, and hands that caress to bathe

The burning heart and music which inebriates
The dance of happiness runs through the house
As butterfly playing with the wind among the flowers
As the river that knows the way

Why? the colors are brighter?
It is a special light, which shines more than all the lights
It is the arrival of the beloved
It is the sun that illuminates the moon

The deep smile when the door opens
All of the shades run to hide themselves
The new day has come
The Lover
With all your poems and your hands warm

marzo 4 -13

View anita51's Full Portfolio
tags: