শত গোলাপের শুভেচ্ছা তোমায়,
তুমি এলে মোর মনের বারান্দায়,
এত কাছে পাবো, ভাবিনি কভু!
গেছো অনেক আগে চলে, অনুভবে আছো তবু।
ভালোবাসার আসল মানে বুঝেছি,
তোমার সাথে ছিলাম, রবো, আছি,
সূর্য ছাড়া চাঁদ মূল্যহীন যেমন,
তুমি ছাড়া আমি নিষ্প্রাণ তেমন!
তোমার আমার ভালোবাসার স্তুতি গাইবে সকলে,
বর্তমানে, ভবিষ্যতে এবং কালে কালে,
লাইলী মজনুর নাম অমর যেমন করে,
রবে মোদের নাম তেমন সময়ের কাঁথায় গাঁথা স্বর্ণাক্ষরে।
তোমার আমার মাঝে কভু আসবে না,
যা কিছু আবর্জনার মত বাজে, কক্ষনো না,
দেবো না কোনও শয়তানকে চিড় ধরাতে,
আদম এবং হাওয়াকে ফেলল ফাঁদে যেমন, বেহেস্তে।
এ সৌরজগতের সকল সুখময় অনুভূতিকে,
মন্দিরের বেদীতে শ্রদ্ধায় ছড়ানো ফুলের মত দেবো তোমাকে,
তুমি যাবে ভুলে,
কান্না কাকে বলে!