Rhyme

Cloud [Nursery Rhyme]

Johnny asks the cloud, “Why do you fly always?


“Because I like flying”, the cloud says!


Johnny wonders what would occur,


If the kites touch the cloud there?


 

Johnny watches the cloud with care,


He finds it so wonderful, so fair!


When he sees the different shapes of the cloud,


He laughs out aloud.


 

Johnny even dreams of flying so high,


With the cloud being his friend in the sky!

View kingofwords's Full Portfolio
tags:

Ice Cream! [Nursery Rhyme]

Ice cream! Ice scream!


The children scream!


So sweet and yummy,


The kids must buy quickly.


 

One has bought a choc-bar,


Mango flavour is favourite of another,


Some for strawberry flavour run,


They all are having fun!


 

Ice cream! Ice scream!


They all loudly scream!


View kingofwords's Full Portfolio
tags:

কৈ মাছ! [Bangla Rhyme]

 

মা বলেন খোকাকে, রেঁধেছি আজ কৈ মাছ,


মজা করে খাস!


খোকা বলে হেসে, কৈ মাছ কই?


মা বলেন, দেখছিস না! টেবিলে রাখা ঐ!


 

খোকা দেয় বানরের মত লাফ কৈ মাছ দেখে!


মুখ হয়েছে গাজরের মত লাল, হাসি চোখে মুখে!


মা বলেন মজা করে, একটার বেশী নিবি না!


অভিমানী খোকা বলে, তাহলে আমি খাবই না!


 

খোকার গালে আদর দিয়ে বলেন মা তখন,


তুই খাবি সব, তোর জন্যই তো কৈ মাছ করেছি রন্ধন!

 

View kingofwords's Full Portfolio
tags:

গোল্লাছুট [Bangla Rhyme]

খেলছে ওরা খেলা এক নাম গোল্লাছুট,


পাগলের মত দিচ্ছে শুধু এদিক ওদিক ছুট!


হা হা হি হির পড়েছে রোল,


মেতেছে আনন্দে আজ দামাল ছেলের দল।


 

খেলবে ওরা পুরো বিকেল জুড়ে,


হাসি ঠাট্টায় মেতে, অনেক মজা করে,


সূর্যি মামা ডুবে যাবার আগেই,


বাসায় গিয়ে পৌঁছতে হবেই।


 

একটু দেরী হলে মা হবেন রেগে আগুন,


হবে সবার অবস্থা তখন বেহাল এবং করুণ!

View kingofwords's Full Portfolio
tags:

Rain Rain! Go Home Now! [Nursery Rhyme]

Rain o rain!


Why do you come again?


Go home now, will you?


We cannot play at all, please go!


 

Water is everywhere already,


Every place is wet and slippery,


O rain! I am so angry with you,


Please just go!


 

After a few days you can come again,


But, now stop this pain, o rain!

View kingofwords's Full Portfolio
tags:

কে বড়? [Bangla Rhyme]

আকাশ বলে, আমি বড়,


সাগর বলে, আমি বড়,


মানবে না কেউ হার,


বিচারক হল শেষে ঐ উঁচু পাহাড়!


 

পাহাড় বলে, বড় তোমরা দুজনেই,


কেউ নও ছোট মোটেই,


এসব ঝগড়া ছেড়ে দিয়ে,


ব্যস্ত থাকো নিজ কাজ নিয়ে


 

আকাশ ও সাগর বলে ঠিক বলেছ ভাই,


ঝগড়াঝাঁটির মধ্যে কভু কারো লাভ নাই।

View kingofwords's Full Portfolio
tags:

Little John [Nursery Rhyme]

Little John, little John!


Where have you gone?


Let’s play football,


Go and bring the ball.


 

I will not play now,


Can’t you hear my dog barks bow-wow?


It is so hungry,


I must bring food quickly!


 

I will go to the ground at noon,


Hope to see you soon.

 

View kingofwords's Full Portfolio
tags:

চড়ুই [Bangla Rhyme]

একদিন বারান্দায় গিয়ে দেখি,


ভেন্টিলেটরে বেঁধেছে বাসা দুটি চড়ুই পাখী!


আমি হলাম অবাক বেশ,


আনন্দের ছিল না শেষ।


 

একদিন খুব ইচ্ছে হল চড়ুই ধরব হাতে,


শুনতে পেয়ে মা দিলেন বাধা তাতে,


আমি তো ধরেই ছেড়ে দিতাম আবার,


কিন্তু মাকে রাজি করা গেল না একটি বার।


 

চড়ুই পাখী উড়ে এসে রেলিঙে যখন বসে,


মন আমার খুব খুশীতে তখন হাসে।

View kingofwords's Full Portfolio
tags:

সকাল বেলার পাখী [Bangla Rhyme]

সকাল বেলার পাখী,


উঠছে কেবল ডাকি,


খোকার চোখে ঘুম লেগে আছে,


মা এসে বসে তার কাছে।


 

বুলিয়ে হাত খোকার মাথায়, মা বলেন, খোকা উঠ,


ওমনি খোকা বিড়ালের মত তিরিং বিরিং দেয় ছুট!


হাত মুখ ধুয়ে খোকা নাস্তা খেতে যায়,


টেবিলে তার প্রিয় খাবার দেখতে না পায়।


 

খোকা বলে অভিমানে, মা, আমার প্রিয় জেলি কই?


মা বলেন, শেষ হয়ে গেছে লক্ষ্মী, আবার কিনব নিশ্চয়ই

View kingofwords's Full Portfolio
tags: