প্রশ্ন

প্রশ্ন

শোনো,


একটু সময় হবে তোমার?


কেন?


ছিলো একটি ছোট্ট,

 

প্রশ্ন!

 

View kingofwords's Full Portfolio

অনেক প্রশ্ন ছিলো মনে

অনেক প্রশ্ন ছিলো মনে,


কেন ভালোবাসার নামে করলে ছলনা?


গেলে চলে যবে সব বন্ধন ছিঁড়ে,


কেন ক্লাইটেমনেস্ত্রার মত অসৎ হলে বলো না?


 

আমার ভালোবাসায় কি কোনও কমতি ছিলো?


পাগলের মতন ভালোবেসে গিয়েছি তোমায়,


বিনিময়ে দিয়েছো অসহনীয় মানসিক যন্ত্রণা!


কাউকে এতো কষ্ট দিয়ে নিজে কি সুখী থাকা যায়?


 

হয়তো যা হয় তা ভালোর জন্যই হয়,

 

তবে যাই হোক, প্রেমের ছাপ যে সদা মনে রয়!

View kingofwords's Full Portfolio

প্রশ্ন

কত বাহারি প্রশ্ন যে দেয় উঁকি মনে!


কত রহস্যময়তা এসে বলে কানে কানে,


সবকিছুর উত্তর নেই,


সবকিছু জানতে নেই!


 

প্রকৃতির লীলাখেলার কতটুকুই বা জানি!


কত অদ্ভুত আর অলৌকিক কর্মকাণ্ডে ভরা এ ধরণী,


চলে মরণ আর নবজীবনের এক বিরামহীন খেলা!


দিন রাত, মাস বছর, বেলা অবেলা!


 

যারা ‘ঈশ্বর নেই’ বলে বাজায় সুর,


তারা কি জানে না- বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর!

View kingofwords's Full Portfolio

তোমার প্রশ্নের কোনও শেষ নেই!

তোমার প্রশ্নের নেই কোনও শেষ,


বাচ্চাদের মত ছুড়ে দাও বেশ,


প্রশ্নের তীর মোর পাণে,


কারণে কিংবা অকারণে।


 

সমুদ্রের জল কভু শুকাতে পারে,


আকাশের তারা হয়তো কভু পড়বে ঝরে,


                   কিন্তু তোমার প্রশ্নের নেই মৃত্যু কোনও,                 


করছি যুদ্ধ যার সাথে আমি এখনও।


 

আমার উত্তরে কি আসে সন্তুষ্টি তোমার?


বড় সাধ হয় তা জানার।  

View kingofwords's Full Portfolio