কত বাহারি প্রশ্ন যে দেয় উঁকি মনে!
কত রহস্যময়তা এসে বলে কানে কানে,
সবকিছুর উত্তর নেই,
সবকিছু জানতে নেই!
প্রকৃতির লীলাখেলার কতটুকুই বা জানি!
কত অদ্ভুত আর অলৌকিক কর্মকাণ্ডে ভরা এ ধরণী,
চলে মরণ আর নবজীবনের এক বিরামহীন খেলা!
দিন রাত, মাস বছর, বেলা অবেলা!
যারা ‘ঈশ্বর নেই’ বলে বাজায় সুর,
তারা কি জানে না- বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর!