পরশ্রীকাতরতা

সুপার গ্লুর মত আছে লেগে,


পরশ্রীকাতরতা নামক জীবাণু,


বেশীরভাগ মানুষের মনের গহীনে,


ভাবতেই অবাক লাগে!


 

হিংসার আগুনে জ্বলে পুড়ে,


যায় এগিয়ে তারা নরকের পথে,


নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে,


দিনরাত চেষ্টা করে।

 

পরশ্রীকাতরতা এক ভয়ংকর জানোয়ার,


যাকে না দিলে বলি, নেই কারো নিস্তার।  

Author's Notes/Comments: 

The Bangla word ‘পরশ্রীকাতরতা does not have any English equivalent. I invented a word that suits perfectly i.e. Jealouty [jealousy + beauty], which means a kind of jealousy that a person feels after seeing a person who is well-dressed or naturally beautiful. I even wrote a research article on this topic that was published in an international journal. You can read it here: http://www.ijhssi.org/papers/v3%285%29/Version-1/E0351023031.pdf

 

View kingofwords's Full Portfolio