ক্ষুধা

সময়মত রান্না হয়নি, খাঁচাছাড়া হবে যেন প্রাণ,


ক্ষুধা নামক নাছোড়বান্দা,


পেটের নাড়িভুঁড়ি সব খেয়ে ফেলার যোগাড়!


নাসারন্ধ্র দিয়ে করছে প্রবেশ ঝলসানো মাংসের ঘ্রাণ। 


 

হঠাৎ আলোর ঝলকানির মত,


মস্তিষ্কের মেঝেতে এসে হাজির,


ক্ষুধার্ত, কঙ্কালসম, অর্ধনগ্ন পথশিশুর দল,  


গালের দুপাশে যেন ঠায় বসে কুয়ার মত গর্ত।

 


ওদের নিরীহ মুখ দিল মিলিয়ে জাদুর মত ক্ষুধা মোর হাওয়ায়,


মনেহয় বেশ ভালোই তো আছি আল্লাহর এই নশ্বর দুনিয়ায়।  

View kingofwords's Full Portfolio
bishu's picture

Strong message indeed !!!!!

Strong message indeed !!!!! I wonder if any lard-filled yet insatiated bag will appreciate this piece.This poem is  revolutionary !!!!! Humans treat fellow humans who are not so well off in a scandalous and disgusting manner. But my friend Mr Haque... we'll scream and scream in the wilderness . But I'm certain that the trees in the wilderness will grow wings one day and level the differences in "Gods own land" of which we are merely caretakers.


©bishu 

 

KingofWords's picture

Thank you

Thank you so much indeed.