যখন আমি থাকব না...

 যখন আমি থাকব না এ সুন্দর ধরণীতে,

 

তোমরা কি রাখবে মনে আমায়?

 

পড়বে কি চোখের জল গড়িয়ে আমার কবিতায়?

 

কাঁপবে কি বুক আমার না থাকাতে?

 

  

হয়তো থাকব বেঁচে কারো মনে,

 

মনের কবরে যদি হয় ঠাই চিরকাল,

 

ওপাড় থেকে হয়তো হাসব আমি কিংবা মুছব সিক্ত গাল,

 

ভালো যদি নাই বাসো, ভুলো না মোর সৃষ্টি, রেখো বাঁচিয়ে তোমাদের সনে।

 

 

 বিশ্বাস ফেলে শ্বাস মোর মনে, আমার কালির আঁচড় ছড়াবে আলো,

 

হয়তো বেশী নয়, মোম একা কি নয় যথেষ্ট কাটতে আঁধার কালো?   

 

View kingofwords's Full Portfolio
Stardust's picture

"যখন পড়বে না মোর পায়ের

"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা..."

exceptional poem sir. liked it very much :)          
KingofWords's picture

Thank you

So nice of you my friend. To be frank, just before penning the poem, that certain Tagore-poem came to my mind.