নৌকা

  বোবা নৌকা যায় স্রোত ভেঙে,

 

নিজস্ব ঢং-এ,

 

মাঝির সাথে তার সম্পর্ক এমন, 

 

স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক যেমন!

 

 

গ্রায়ের মেঠো পথে,

 

   পথ চলতে,

  

স্বামী যেমন দেখায় পথ স্ত্রীকে,

 

তেমনি মাঝি নেয় যেদিকে, নৌকাও যায় সেদিকে!

 

 

নদী সদা আগলে রাখে বুকে,

  

 পরম আদরে নৌকাটিকে,

 

  ডাঙ্গায় জন্মের পরে পানিতে দ্বিতীয় জন্ম তার,

 

   যে পানি ভাসায় তাকে, সেই করে কভু সর্বনাশ আবার!

 

 

 মাঝির হাতে বৈঠা,

  

যেন নৌকার কম্পাস ওটা,

 

অন্ধের হাতে লাঠি ছাড়া যেমন চলন দিশেহারা,

 

  নৌকা হারায় মূল্য তার ছোট বৈঠা ছাড়া।

 

 

 নদীর সৌন্দর্যের প্রতীক নৌকা,

  

গ্রামের ঐতিহ্যের সাথে আছে মিশে নৌকা,

 

 চলমান নৌকায় বসে থাকা,

 

 যেন স্বর্গীয় আনন্দ ও সুবাতাস গায়ে মাখা!

 

 

 

 

View kingofwords's Full Portfolio