যাই বলো না কেন,
যেদিক পানেই যাও,
যায় স্বর্গীয় আলো তোমার সাথে,
পবিত্র নূর ছড়াও!
তোমার হাসিতে মুক্তো ঝরে,
তোমার কথা যেন অমৃত,
তোমার চোখের ভাষায় মায়া দেখি,
তোমার সৌন্দর্য হোক সর্বত্র বিস্তৃত!
তুমি কি স্বর্গ থেকে নেমে এলে এই দুনিয়ায়?
তোমায় দেখে মন আমার হলো পূর্ণ, ভালোবাসায়!
This is beautiful thank you
This is beautiful thank you for sharing.
Thank you
That's so nice of you. Thanks a lot. :)