Once, knocking the door
I asked scruples, what is love?
It replied, hey you migrant-
Is there really anything ‘love’?
I said, listen o scruples-
Man is blindfold for love…
Smiled scruples, said fleeringly
Where is the dwelling of love?
I said, in mind, in its deepest chord,
Where the heart beats…
Scruples cackled and said, how come you got such?
I said, why?
Don’t you have a heart in your reality?
A heart is inside there,
Don’t you have such faith?
Scruples replied, I want bread in hunger
I want to acquire my greed…
After using up, I forget forever
I find new truck for new illusions!!
I said, sheer shame; you ashamed me!
It said, shut up! Enough said…
I kept saying, you ashamed me!
And again heard, shut up! Enough said…
I am puzzled and so tacit…
Stared silently towards scruples!
Such awkward,
Looking at my around…
(C) Zayed Bin Zakir Shawon
Based on the poem below-
বিবেকের দুয়ার
কবি : নিরব নিশাচর
একদিন, বিবেকের দুয়ারে শব্দ করে
জিজ্ঞাসিলাম- ভালবাসা কারে কয় ?
বিবেক বলিল, ওহে শরণার্থী-
ভালবাসা কি কোন শব্দ হয় ?
আমি বলিলাম, শুন হে বিবেক –
ভালবাসার নামে মানুষ অন্ধ প্রায়...
হাসিল বিবেক, উপহাসে বলিল-
ভালবাসা শব্দের ঠিকানা কোথায় ?
আমি বলিলাম- অন্তরে, বুকে,
বুকের মাঝে যেথা হৃদয় থাকে...
অট্যহেসে বিবেক বলিল-
এত সব শব্দ তুমি পেলে কোত্থেকে ?
বলিলাম কেন ?
তোমার রাজ্যে কি অন্তর নেই ?
বুকের মাঝে রয়েছে যে হৃদয়,
তোমার রাজ্যে কি এর বিশ্বাস নেই ?
বিবেক বলিল, আমি ক্ষুধা পেলে খাদ্য চাই,
মোহ দেখিলে, তার অর্জন চাই...
ভোগের পর সেই মোহ ভুলে যাই,
আর পথ চলি নতুন মোহের আশায় !!
আমি বলিলাম, লজ্যা দিলে হে বিবেক !
বিবেক বলিল- বন্ধ কর, হয়েছে তো অনেক...
আবারও বলিলাম, লজ্যা দিলে হে বিবেক !
আবারও শুনিলাম- বন্ধ কর, হয়েছে অনেক...
আমি হতবাক, কিছুটা নির্বাক...
নিশ্চুপে চেয়ে থাকি বিবেকের দিকে!
কিংকর্তব্য বিমূর যেন,
মনে হলো আজ চেয়ে চারিদিকে...