দ্বৈতসত্ত্বা

একই দেহাভ্যন্তরে দু’টি সত্ত্বা রয়,

আত্মার প্রভাবে হয় জীবন ধারণ,

জীব জড়ে তফাৎ ইহা সেই কারণ।

ত্যাগেই ইহার জীবন নিপাত হয়।

দেহগত হইলেই মানুষ না কয়,

বিবেক অভাবে ঘটে আত্মার ক্ষরণ,

ইহা ছাড়া হয় মনুষ্যত্বের মরণ।

দ্বৈতসত্ত্বা না থাকিলে মানুষ সে নয়।



চৈত্তিক গুন বিকশিত হইলে পরে,

‘বিবেকবান মানুষ’ সবে তাই বলে।

শিক্ষা, সংযম এর সমন্বয় হলে,

আত্মার বিকাশ তবেই হইতে পারে।

বিবেক ও আত্মা, বিনা এ দুয়ের ঐক্য

মানুষ না পশু? কিই বা তাতে পার্থক্য?

Author's Notes/Comments: 

3rd November 2002 (old sonnet)

View shawon1982's Full Portfolio