কোহিনূর হীরা

দাঁত থাকতে নাকি দাঁতের মর্ম বোঝে না মানুষ? আবার অনেকে কয় ফ্রি জিনিসের মুল্য নাই? কথাটা কি সত্যি? আমার ক্ষেত্রে মনে হয় সত্যি না। আমি দামী জিনিসের কিঞ্চিত মূল্য দিতে জানি।   আহারে আমারে যদি রাণী সাহেবা কোহিনূর হীরা টা ফ্রি ফ্রি দিয়ে দিতো! আমরা মাইরা না ফালাইলে, অতি যত্নে রাখতাম গো! আহারে! কারণ আমি জানি তো উহার কি মূল্য!


কোন এক কালে স্বনামধন্য বুয়েট থেকে ChE তে ব্যাচেলর ডিগ্রি নিসিলাম তো!   রসায়ন ও পড়সিলাম এককালে! হীরা কি যেন? কার্বন তো? হয়নি? তো কি বলতে হবে cubic structure কার্বন, সেই সাথে sp3 Hybridization? কি হইসে?  পারলাম তো? 

Author's Notes/Comments: 

1 august 2021

View shawon1982's Full Portfolio
SSmoothie's picture

To know that a diamond is

To know that a diamond is worth only what we think its worth. I value diamonds little. I value food more because I know its worth, powerful statements and I would look at anything offered for free or paid for by others unknowingly with a cautious eye... better to chop off the hand that offends than you be taken to oblivion with it. As always very enlightening reading from you good sir. Best blessingss


Don't let any one shake your dream stars from your eyes, lest your soul Come away with them! -SS    

"Well, it's love, but not as we know it."