অতঃপর ৪

--- ভাগ্য নিয়ে দোদুল্যমান
   আজকাল ওটাকে বগলদাবা করেছি
   বিশ্বাস আর ভয় দুটোই খুব নাজেহাল করছে আমায়।
   একবার আকাশের দিকে তাকাই
   একবার ফুটপাথের দিকে 
   পার্থক্য বুঝিনা, দুটোই বিস্ময়কর!

 বিড়ম্বনার কথা বলে অনেকে মাথা খুঁটে
 বিছানায় ছেড়ে দেয় দেহসার। অবশ্য আমার একটা
পুরনো অভ্যাস আছে, কুয়োতলা থেকে সাততলা পরিযায়ী পাখির মত ঘুরেছি। দেখেছি রন্ধনশালা।

দেখেছি মধ্যরাতে বেজে উঠেছে বিসমিল্লাহ খাঁ
ইটের ভাটায় নেমেছে গলিতজ্যোৎস্না
শুনেছি নাগরিক জীবনের বোবাকান্না
দেখেছি প্রাচুর্য্যের অন্তর্দ্বন্দ্ব।

---আচ্ছা কে কার অনুগত জগদীশ?
---বিড়ম্বনার না জীবনের? 
   খুলে দেখতে ইচ্ছে করে কুঁচি দেয়া শাড়ির মতো।
    ভাঁজে ভাঁজে লেগে আছে কার দ্যোতনা।
--- জানি সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নও। যেমনটা    দাওনি সাদা কালোতে। 
----আজকাল দেখি হাজারো প্রশ্ন নিয়ে  নিঃশব্দে বনচারীরা এসে ঘুরাফেরা করে, আর্ট গ্যালারির স্থিরচিত্রে। জানিনা ভাগ্যের বিড়ম্বনায় তারাও আহত কিনা।

---  আচ্ছা ভাগ্য কী নৌকা 
      হেলতে দুলতে চলতে থাকে?
      তোমার সাথে আমার সখ্য আছে অন্তমিল নেই।
      আমি চাই প্রেম তুমি বলো কর্ম

     কর্মে আমি বিমূখ নই
     ফল ছাড়া আগ্রহী নই।
 
তর্কশাস্ত্রের রূপ ছেড়ে আমাকে দেখাও
নিস্কাম কর্মে কি শিবলিঙ্গ মেলে? 

--- কী করছ কী করছ?
     সলতেটা উস্কে দাও
     বন্ধ হয়ে আসছে চোখ।
     তুমি  না আমার প্রেমিক
     তুমি তো জানো ভালবাসলে
      চোখের মধ্যে রাখতে হয়
       অন্ধকারে ঠেলতে নেই।


Then-4

-In dilemma for fate

Grabbed it recently

Fear and faith both are bothering me.

Once stared at the sky

Once on the footpath

Got no difference, both are amazing!

 

Some do panic, keeping aside those botheration

Lay on bed idle, indeed I have

An old habit, roaming from floor to roof, saw the kitchen.

 

Heard Bismillah khan’s music in the midnight

Molten moonlight over the brick-field

Heard the sobbing of the urban life

Saw the inner conflict of wealth.

 

-Well, who is obliged to whom Jagadish?

-Of trouble’s or of life’s?

Wish to unfold it like the wrapped cloths

Passion mingled at every layer.

-I know, you are not willing to answer all in black and white

-Forest watcher roam around with many questions at the art galleries

Don’t know whether they are in dilemma of fate or not.

 

-Well, is the fate a boat?

Float and shiver?

I have passion for you, but no similarities

I want love, you mention duties

 

I am not escaping duties

Not interested without goals.

 

Show me keeping aside the arguments

Without passion can you reach to lord?

 

-Hey! What? What are you doing?

Lit the lamp

Eyes are about to close.

Aren’t you my lover?

You know, if you love

Keep your beloved in front of your sight

Not to push in the dark.

View shawon1982's Full Portfolio