অতঃপর ২

---ধোঁয়া গুনছি
---কুণ্ডলী ধোঁয়া
---গোল গোল আঁশ আঁশ
   সরল বক্ররেখা
 
---চিন্তায় আছো?
---আচ্ছা, তোমার ভাবনার কোন স্থিরতা নেই
    কেন?
    এই আছো আমেরিকা এই গেছো সৌদিআরব
   এতো ফন্দি কিভাবে আঁটো?
 
---শক্তি 
    একটি আদিক রাশি
    যার সৃষ্টি বা ধ্বংস কোনটাই নেই
   দেখতে চাই কে কাকে চাপে রাখে
   আগুন না বরফ
 
কী জানি অতোশতো জানার আগ্রহ নাই
 
---আচ্ছা খুব ভাল কবিতা কিভাবে আসে? 
---হাওয়ায় উড়ে
---মানে! বাতাসে?
    তুমি দেখতে পাও, মুনী ঋষিদের মত?
 
---আচ্ছা তৃতীয় বিশ্বযুদ্ধ কি হবে?
---চলছে
--- কই, কোন বোমা কী ফেটেছে? 
--- বোমা সবার পকেটে 
--- কী সব উলটা পালটা বলছ!
    তোমার মাথা খারাপ হয়ে গেছে
     নয়তো ভাঙ খেয়েছো,
 
---আচ্ছা, দেবতাদের গাঁজা খেতে মানা নেই
   মানুষের কেন মানা?
 
 --- শক্তি
--- কার বেশী
    আগুন না জলের?  
    আমার মনে হয় দুটোরই 
 
ভয়ঙ্গকর রোদে পোড়া থেকে জলই তো বাঁচায়
এ কথা সূর্যোদয়ের মত সত্য
আবার তাপেই মেঘ শুষে নেয়
তাহলে দুটোই সমান। 
আগুনের জিভ আছে জলের পাথর!
 
---হাসছো যে? 
---ছদ্মবেশ
   বেঁচে থাকার আরেক নাম।


Then-2

-Calculating Smoke

-Smoke, spiral

-Roundish, fibril

Straight curved

 

-Thinking?

-Why there’s no consistency in your thoughts?

Now in American, then and there in Saudi-Arabia

How come you’ve plenty of ideas?

 

-Strength

A pure scalar measurement

Neither be created nor be destroyed

Want to see, who dominates whom

Fire or ice

 

Whatever, not that interested on that dominant

 

-Well, how to write a quality poem?

-By flowing in the air

-what? Air?

Wanna see? Like the saints?

 

-Well, will third world war happen?

-Already in progress

-Where? Any bombing?

-Bombs are inside everyone’s pocket

-What insane you are talking?

You’ve gone crazy

Or you’re drunk

 

-Well, no restriction for the Idols

Then why for man?

 

-Strength

-Who’s mightier?

Fire or water?

I think both!

 

Water saves from scorching sun

It’s an unbeaten truth like sun-set

Also, the heat diminishes clouds

So they are equivalent.

Fire has a tongue, water has stone!

 

-Laughing?

-Disguise

Other name of life.

View shawon1982's Full Portfolio