কবিতা ৪

প্রকাশিত প্রেমের কথা বলতে গেলে বিস্তর কাহিনী মনে পড়ে

মনে পড়ে, এই শহরের অলিতে গলিতে ঘুমিয়ে থাকা কত রাত্রির কথা
মনে পড়ে কাওরান বাজারের ষোড়শী তম্বী জরিনার কথা
মনে পড়ে রেললাইনে অপেক্ষমাণ মুটে আর হকারের কথা
মনে পড়ে টানবাজারের রাধিকার কথা
মনে পড়ে নিতাই জগদীশ ইসমাইল আর ভুবনের কথা
 
মনে পড়ে, ভালবাসা বলতে কী জিনিস শিখিয়েছিল
কুকুরটা
মনে পড়ে সেই শকুনের কথা, একটা ঠোকরের জন্য অপেক্ষা করছিল শিশুটির মরণদশায়।
 
মনে পড়ে সেই লেট নাইট উৎসবের কথা
মনে পড়ে অজস্রখাবার আর ভোদকার ঝাঁঝালো গন্ধের কথা।
মনে পড়ে ব্যর্থ প্রেমিকের কথা,
যে অন্ধ হয়ে জড়িয়েছিল অবৈধ সম্পর্কে।
 
কে জানতো জগদীশ, জীবন এমন মূঢ়ের মতো চলে
অথচ সবাই তাকে সুখ সুখ বলে।!


Poem-4

Something to remember if I recall that revealed love

I remember, nights muted all over the lanes in the city

I remember, that teenager Jarina at Kawran Bazar

I remember, those waiting hawkers and day labourers

I remember, Radhika at Tanbazar

I remember Nitai, Jagadish, Ismail and Vuban

 

I remember, what the dog taught me about love

I remember that vulture-

Waiting for the flesh of the dying child in a nibble

 

I remember, that late-night festival

I remember, plenty of wasted food and pungent smell of Vodka

I remember, the lover- so futile

Became blind in an illegitimate attachment.

 

Who knew it Jagadish, life moves like a dumb-

But everyone calls it peace! The peace!    


View shawon1982's Full Portfolio