কবিতা ১

পাহাড়ের দাম পড়ে গেছে জানলে হাতি কিনতাম না
একটা নদী ছিল আগে থেকেই
অরণ্য কেনার শখ এখনো যায়নি।

তোমাকে পেলে যে নীলবর্ণ আকাশ চিন্তা করেছি
মেঘগুলো সরিয়ে তার ভিতরটা আজ দেখে নিয়েছি।

ভাবছি পৃথিবীর একমাত্র ধনপতি আমি
এতো গুলো বিত্ত নিয়ে শুধু সমুদ্রের কথাই ভাবিনি।

কেন যে মাপিনি সমুদ্রের গভীরতা 
তার ঢেউগুলো কিভাবে খামচে ধরে বুক!

তারাগুলো রাতের অধিপতি জেনেও আকাশের নেশা ছাড়িনি
ভাবছি এখন, আর কি কেনা যায় অল্পের ভিতর।

জেনেছি তোমাদের মন ভীষণ দামী,
হীরক খচিত তার কাছে কিছুই নয়
প্রাসাদগুলো সোনায় মোড়া, জহরত।

তোমাদের বাড়িগুলো আকাশকুসুম,
 বুঝিনি এতোদিন;
আমার মন শুধু স্বপ্নচারণ ভূমি।
 সেখান থেকেই বোনা হয়
পৃথিবীর প্রথম নীরবতা। 

বলি কি?  আমি এক জন্মান্ধ প্রেমিক
তোমার জোড়া  দেয়া হৃদয় আমায় দাও,
 আর আমি তোমাকে দেই সনির্বদ্ধ জমিন
যেখানে তুমি লাঙ্গল ফেলে পেয়ে যাবে ভূমির খতিয়ান। 

৯.৪. ২০১৯


Poem-1


Hills devaluated, so I didn’t buy elephant

A river flew here for long

Still willing to buy a forest.

 

Imagined a vast blue, possessing you

Looked inside, keeping clouds aside.

 

I am the richest in the world, I thought

Having all, despite the sea.

 

Why didn’t I find the depth of the ocean?

How does it grab the heart!

 

Still have the intoxication for the blue, knowing stars being the monarch

What can I buy next, pondering-

 

Your passion is valuable, knew it

Adorned with diamonds, is nothing

Castles are made of gold, jewels.

 

Your dwellings are rather merely dreamy

Didn’t get it for long;

My mind is a dream field

Where the first silence of the world

Were planted.

 

What I say? I’m a born-blind lover

Give me your patched heart

I’m giving you beseeching land

Where you’ll cultivate to reach the destiny.

 

9.4.2019


View shawon1982's Full Portfolio