মেঘের মাসে আষাঢ়ে কিছু গল্প
ডাক হরকরার ঝোলানো পুটলীতে করে
ঈশ্বরকে অবগত করবো,
কিছু সব্যসাচী উত্তরের আশায়
প্রশ্ন ছুঁড়ে দেবো
আসমানী হুরদের সাদা এপ্রোনে জড়িয়ে;
কাঠখোট্টা সময়ের নীল মেঘে
কলঙ্কের দোষ মেখে দিয়ে
রক্তবর্ণ চোখে কবিতার পান্ডুলিপিতে
যোগ বিয়োগের বাৎসরিক হালখাতা খুলবো ___
জ্বলে উঠা জাহাজবাতির রশ্মি যেখানে এসে থেমে যাবে
সেখান থেকেই কোন মানবীর গায়ের গন্ধ নিয়ে
মৃত্যু পরওয়ানা জারী করবো,
নরভক্ষনীয় ক্ষুধার্ত তরবারীর আঙুলের ইশারায়
শানিত কষ্ট ভেদ করে দেবে
আমার বুকের সবগুলো হাঁড়-পাজর।
ভীতসন্ত্রস্ত রক্তমাখা হৃদয়ে
জোর নিয়ে আবার উঠে দাঁড়াবো
ঈশ্বরের সদরদরজার ফটকে,
গলা উঁচু করে আবারো বলবো,
"উত্তর আমি আজ নিয়েই যাবো"।
মৃত্যু করমর্দন করবে আমার ইথারীয় শরীর,
আমার পদাঘাতের ছাপ রেখে যাবো মহাকালের সমুদ্রসৈকতে,
যেন আবার কোন শব্দচাষী মাহমুদ শাওন
অনুসরণ করতে পারে আমার বিপ্লবীয় স্লোগান,
মৌনতার বজ্রকন্ঠী মিছিলের শেষ কখনোই হয়না!
সমাজে বিপ্লবীদের পাগল বলে আখ্যা দেয়া হয়,
কিন্তু যোগ্ধাগ্রাসীদেরকে স্বয়ং ঈশ্বরও
হকচকিয়ে বাম চোখে দেখে।
মৌনতার বজ্রকন্ঠী মিছিল
মাহমুদ শাওন
২০/০৪/১৬
সন্ধ্যা ৬টা কক্সবাজার
Fake stories in the rain,
Carried with a shabby sack
To the door of heaven!
Willing for prompt replies
Threw few burning questions
Wrapped in the white of divine mistress-
Blue clouds of stubborn time
Smearing dark hues
Looking at the poetry, crimson red eyes
Will open new account of realization
Flare of ships will come to an end
I’ll declare my demise
With the fragrance of the lady-
Sword with cannibal thirst pointed
And pierce the hearts, ribs all through…
I’ll stand alone
With a frightened soul
At the doors of heaven
Will shout to the brim
“I will carry your answer”!
Death’ll embrace my null entity
I’ll put a trace on the sandy sea shore
When a vagabond poet Mahmud Shaon
Will follow my rebellious slogan,
Never ends, the mob of silence
When the society claims the rebel as insane,
The god with a slanting sight
Sees the savage warriors.