দারিদ্র্য

পথের ধারে যখন বাচ্চা ছেলেকে দেখি,


থালা হাতে, আউলা কেশে, ছেঁড়া কাপড়ে,


গাছের মত দাঁড়িয়ে, তখন আমি ভাবতে থাকি,


এত কষ্টে মানুষ বাঁচে কি করে?


 

যখন ক্ষুধার তাড়নায় একটি ফুলের মত নিস্পাপ মেয়েকে,


পথচারীদের পেছনে পাগলের মত ছুটতে দেখি,


হতাশার কাল ছায়া এসে করে গ্রাস আমাকে,


ভাবি জীবন এত নিষ্ঠুর নাকি?


 

যখন একটি গরীব শিশুর মুখে হাসি দেখি,


মনে হয় তখন সে হাসি আজীবন মনের ফ্রেমে বন্দী করে রাখি।

View kingofwords's Full Portfolio
bishu's picture

এত কষ্টে মানুষ বাঁচে কি করে?

Gorib manushera oder moto kore banche Haq shaheb .. Orao anondei achhe jodiyo dekhe amader kharap lage.. Onader poribar kintu shobrokom bhabei shukhi .. Obhab akmatro takar .. Orao shopno dekhe.. Khub bhalo legechhe ei kobitata porte.. Apni bhalo thakun...


©bishu 

 

KingofWords's picture

Thank you

Thank you so much Mr. Bishu. :)