সময়

সময় খুবই নাছোড়বান্দা,


করে তাই মনে আসে যা,


কারো বাধা মানে না,


বয়ে চলে স্রোতের মত সকাল-সন্ধ্যা।


 

চুম্বকের মত কাছে টানে সময়,


তা আবার দূরেও ঠেলে দেয়,


কখনও হাসায়, কখনও কাঁদায়,


ক্ষণস্থায়ী স্মৃতি ছাইয়ের মত পড়ে রয়।


 

তবুও মানুষ সময়কে নিয়েই বাঁচে,


তবুও হাত পাতে সময়েরই কাছে।

View kingofwords's Full Portfolio
tags:
bishu's picture

Nice thought my friend across the border

Sitting with a begging bowl

On the dusty Kolkata steeet

Unkempt unshaven vagabond

"Give me a little more time"

He pleads tears rolling down

"I wish to live to hundred...

Alas ! god won't grant me that

Please lend me a few moments

My dear philanthropic wayfarers"

 

 


©bishu 

 

KingofWords's picture

Thank you

Thank you so much dear friend. :)