অন্ধকার গলিতে একরাতে

কোনও এক কাল রাতে,


ভাঙ্গা কাঁচের মত মনকে জোড়া দিতে,


হেঁটে চললাম অনতিদূরের অন্ধকার গলির দিকে,


যেথায় আলো ছড়ায় পতিত রমণীরা মুখে পাউডার মেখে।  


 

স্বাস্থ্যবতী রমণীদের দেখে দেখে কচ্ছপের গতিতে,


গেলাম হেঁটে,    


ঔষধের কৃপায় পানিতে ভাসমান লাশের মত মোটা শরীর,  


সারি সারি পুষ্ট স্তনের ভিড়।


 

অশ্লীল অঙ্গভঙ্গিতে ডাকল যেন কেউ নাম ধরে, হলাম থতমত!  


কারো হাত এসে পড়ল কাঁধে, স্পর্শ যেন এক অতি পরিচিত! 

View kingofwords's Full Portfolio
bishu's picture

Khub bhalo laglo pore Mr Haque.. Bangla bhashar kono bikolpo nei

Great writing Mr Haque bondhu amar :)


©bishu 

 

KingofWords's picture

ধন্যবাদ

আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় বিশু।