খাটে ঐ রেলগাড়ি চন্দ্র, সূর্যের মত বিরামহীন,
সকাল, সন্ধ্যা, রাত্রি, দিন,
সাপের মতন আঁকাবাঁকা চলন তার,
পেটের ভেতর হয় জায়গা যুবক বৃদ্ধ সবার!
পাখীর মত কৌতূহলী চোখ নিয়ে,
বাচ্চারা ঠায় দাঁড়ায় গিয়ে,
ঐ ছোট্ট জানালার কাছে,
যেন টিভি পর্দায় গাছপালা, পশুপাখি দেখছে!
মায়ের মমতায় বুকে আগলে দেয় পৌঁছে যার যার বাড়ি,
জীবিকার উৎস, প্রাণপ্রিয়, মমতাময়ী রেলগাড়ি।