মনে কি পড়ে তোমার স্বর্ণাভ স্মৃতি যত?
শীতের সেই মিষ্টি বিকেলবেলা,
ভয়ার্ত সূর্য যেথা শিশুর মত,
করছিল মেঘের সাথে লুকোচুরি খেলা।
ক্ষুদার্ত বাচ্চা যেমন দেয় চীৎকার,
খাদ্যের আশায়, বাঁচার নেশায়,
পিয়াশি ধরণী করছিল তেমনি হাহাকার,
একমুঠো উষ্ণ আলোর আশায়।
ছিলে তুমি সাথে মোর, কণ্ঠে তব কোকিলের গান,
হাতে রেখে হাত, হারালাম অরণ্যে, করলাম স্বর্গ-শিশিরে স্নান!
opurbo!! m lost for words!!
opurbo!! m lost for words!! :)
Thank you
Thank you so much.