তোমার ঘন কালো চুলে হারিয়ে যায় মন,
শুনতে কি পাও কান পেতে?
হে মোর বনলতা সেন,
চুলের ঐ ঝরনাধারায় বন্দী হৃদয়, চায় না ছেড়ে যেতে।
বলছি না বাড়িয়ে একটুও,
মনের গদ্যময় ভাবনাগুলোর অনুবাদ করছি বিলক্ষণ,
চাঁদ যেদিন ভরা পূর্ণিমায় ছড়াবে আলো,
যদি না থাকি পাশে, চাঁদ হয়ে দেখবে সদা মোর নয়ন।
কালো তোমার চুল আরব্য রজনীর অজস্র রাত্রির চেয়েও,
ভালোবাসি তোমায়, ভালোবেসেই যাব সদা, হে প্রিয়!
heartfelt poem...n totally
heartfelt poem...n totally loved d reference 2 Jibonanando Dash, my fav poet. Wish I could write like this...:p
So nice of you
Thank you so much. I appreciate your comment.