আমার জকিগঞ্জ

আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু যুদ্ধজয়ী বীরের মতই গর্ববোধ করি,


কারণ জকিগঞ্জে আমার শিকড়, আমার বাড়ি,


আমি মুক্তিযুদ্ধ করিনি, আমি মুক্তিযুদ্ধ দেখিনি,


কিন্তু ২১ নভেম্বর সূর্যের আলো ফুটলেই আনন্দে নাচে বুকখানি!


 

১৯৭১-এ বেজেই চলল যখন রক্তক্ষয়ী যুদ্ধের ডামাডোল,


অস্ত্র হাতে গেল রণে একিলিসের মত অসীম সাহসী মুক্তিযোদ্ধার দল,


হল স্বাধীন দেশ, আকাশে নতুন পতাকা উঠল হেসে অবিরাম,


২১ নভেম্বর দেখল জাতি প্রথম মুক্তাঞ্চল, জকিগঞ্জ যার নাম!


 

আমরা ঋণী সেই সব দুঃসাহসী মুক্তিযোদ্ধাদের কাছে,


আমরা ঋণী সেই সব মা-বোনদের কাছে,


যারা নিজ জীবনকে তুচ্ছজ্ঞান করে অকাতরে বিলিয়েছে প্রাণ!

 

রবে সেই সব নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা, রবে চির অম্লান।


 

আমি যখনই জকিগঞ্জে যাই,


এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তি পাই,


মনে হয় যেন মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মারা আমায় দেখছে!


যেন ফেরেশতার মত আমায় সকল ক্ষতি থেকে রক্ষা করছে!


 

বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা উঠবে যতবার,


প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জের নাম উঠবে ততবার!


এ এক অসাধারণ অনুভূতি, প্রাপ্তি অনন্য!


আবারো বলি শেষে- গর্বিত আমি আমার জকিগঞ্জের জন্য!

 

 

View kingofwords's Full Portfolio