কারো জন্যে আর অপেক্ষা করি না!
অপেক্ষা করে করে কি হবে আর?
এখন সময় শিশুর মত হামাগুড়ি দিয়ে,
সম্মুখে অগ্রসর হবার।
আর কারো জন্যে মন কাঁদে না!
কাঁদতে কাঁদতে পাথরের মত শক্ত আজ হৃদয়,
সুন্দর মনের মূল্য দিল না কেউ,
মাঝে মাঝে তা ভেবে বড় কষ্ট হয়।
তবুও জানি জীবন সময় আর নদীর স্রোতের মত,
কভু থামে না, জীবনে জয়ী হওয়াটাই আজ মোর ব্রত!