সন্দেহ হচ্ছে সেই ত্রাস,
সেই ভয়ানক ভাইরাস,
যার প্রতিষেধক নেই কোনও,
হয়েছিল যার বলি ওথেলো।
সন্দেহ ঘুণ পোকার মত,
কুঁকড়ে খায় মানব মনকে অবিরত,
জোঁকের মত হয় নির্দয় ও স্বার্থপর,
গলিত লাশের মত ফুলে ফেঁপে উঠে অতঃপর।
সন্দেহ মানেই সম্পর্কের মাঝে ফাটল,
সন্দেহ মানেই ধ্বংসের ভয়াল ডামাডোল!