খামখেয়ালী

খামখেয়ালী ভাব তোমার যাবে কবে?


কবে তুমি অন্যের মনের কষ্ট বুঝতে শিখবে?


আমি বলতে বলতে ক্লান্ত!


পরিবর্তনহীন তুমি, ভ্রান্ত ছিলে, এখনও আছো ভ্রান্ত!


 

দয়াকরে একটু দায়িত্বশীল হও,


এখন তো আর কচি বাচ্চা নও,


তোমার অতি খামখেয়ালীপনা ভেঙে দেয় ধৈর্যের বাধ,


মুহূর্তে যুদ্ধের ময়দানে বোমার আঘাতের মত করে সব বরবাদ!


 

আমি জানি না কবে ঠিক হবে তোমার আচার আচরণ,

 

স্বৈরাচারী শাসকের মত যা ইচ্ছে করো, মানো না কারো বারণ!

View kingofwords's Full Portfolio