ক্লান্তি ছোঁয়ার আগে,
বার্ধক্য পাক হানাদারদের মত উড়ে এসে জুড়ে বসার আগে,
কিছু একটা করে দেখাতে হবে,
যা সূর্যের আলোর মত অন্যের পথের দিশারী হবে।
ক্লান্তি ছোঁয়ার আগে,
মৃত্যু নামক ভয়ানক সত্য শয্যার পাশে আসার আগে,
নিজের নামকে অমর করতে হবে,
মানবতার কল্যাণে কিছু না কিছু করে যেতে হবে।
তবেই জীবনের সঠিক মূল্যায়ন হবে,
তবেই জীবন সার্থক ও তাৎপর্যপূর্ণ হবে।