আমার মনের মালিক আমি নিজে,
কিন্তু সেই মন দুষ্টু কি যে!
বোঝাবো কাকে তা,
স্বৈরাচারের মত করে যা ইচ্ছে তা!
পাশ দিয়ে সুচিত্রার মত সুন্দরী ললনা হেঁটে গেলে,
মোমের মত যায় মন আমার গলে!
যখন ক্লাস করতে যাই,
সুন্দরী ম্যাডামের প্রেমে পড়ে যাই!
মাঝে মাঝে বলি নিজেকে,
আমার যে কি হবে, জানে কে?
লোকে বলে, লেখকেরা নাকি প্রেমে পড়ার রেকর্ড করে,
কথাটি অযৌক্তিক নয় একেবারে!
আমি প্রেমে পড়ি, নাকি প্রেম পড়ে আমার উপর,
জানি না, চলছে এমন করে বছরের পর বছর,
ব্র্যাড পিটের মত সুদর্শন না হলেও,
নই আমি দেখতে একদম ফেলনাও!
তাইতো আত্মবিশ্বাসকে করি পুঁজি,
আর নতুন নতুন প্রেমিকা খুঁজি,
কে জানে কপালে কি আছে আমার?
আমার কি দোষ? এ তো আমার অস্থির মনের কারবার!