কতবার যে অনুরোধে ঢেঁকি গিললাম!
কতবার যে অন্যের সাহায্য করতে গিয়ে নিজে কথা শুনলাম!
তার ইয়ত্তা নেই কোনও!
কাউকে ‘না’ বলতে পারি না, বুঝি না কেন?
এই যে আমার সুন্দরী ললনা,
তোমায় বলছি শোনো না!
“মহাভারত”-এর মোহিনীর মত নাচো না,
আমার অতৃপ্ত আত্মাকে একটু শান্ত করো না!
আমি তো আধুনিক প্রেমিকের মত তোমার দেহ চাইনি,
আমি তো তোমার বাহ্যিক সৌন্দর্যে বিমোহিত হইনি,
আমি তো বেসেছি ভালো শুধু তোমাকেই,
আমি তো মন প্রাণ দিয়েছি সঁপে শুধু তোমাকেই।
ফুলের মতই ক্ষনস্থায়ী এ জীবনে,
একটিমাত্র মন দেব কয়জনে?
আছে নিঃশ্বাস যত দিন পৃথিবীর মত নশ্বর এ দেহে,
থাকি যেন বুঁদ হয়ে প্রতিটি সেকেন্ড তোমার মোহে!
পার্বতী থাকতেও শিব মোহিনীর জাদুময়ী রূপলাবণ্যে হয়েছিল কাবু!
আমি তোমাকে ছেড়ে অন্য কারো সৌন্দর্যে আকৃষ্ট হব না কভু,
আমার হৃদয় চিরে যদি একবার দেখাতে পারতাম,
দেখতে সেথায় নকশীকাঁথার মত সযত্নে আছে গাঁথা তোমার নাম!