তার স্পর্শ

তার স্পর্শ ছাড়া,


আমি হই টাইটানিক সিনেমার জ্যাকের মত দিশেহারা,


 সে যেন হেরোইন,


যার নেশায় মাততে চায় মন প্রতিদিন!


 

তাকে জড়িয়ে ধরে কোটি কোটি চুম্বনে তার দুটো গাল,


করে দিতে চাই ডালিমের বিচির মত লাল!


তার নিঃশ্বাস যাবে আমার নিঃশ্বাসে মিশে,


সে ডাকবে আমার নাম ধরে চুপিসারে, ভালোবেসে!


 

তার সাথে একদিন কথা না বললেই,


আমার অবস্থা হয় যক্ষ্মা রোগীর মত অচিরেই,


মনে হয় যেন পৃথিবী আমার মাথায় বাজের মত পড়ল বলে,


আমি শান্তি খুঁজি তখন তার আঁচলের আড়ালে

 

 

বৃষ্টি যেমন তার প্রতিটি ফোঁটার পরতে পরতে স্বর্গীয় শীতলতা ধরে রাখে,


আমিও সেই শীতলতার মাঝে নিজেকে হারাই তার তুষারের মত শুভ্র বুকে,


যখন দেহ হয় বিলীন দেহে,


আত্মার টান যায় যেন চতুর্গুণ বেড়ে সেই কামে, মোহে!


 

স্পর্শ বাড়ে যত,


আকর্ষণ বাড়ে তত,


মনে হয় পৃথিবী যদি ভেঙে হয় কাঁচের গ্লাসের মত চুরমার,

 

তবুও আমার সকল চিন্তা জুড়ে রইবে সিল্কের মত কোমল স্পর্শ তার!

View kingofwords's Full Portfolio
tags: