খানিক অবসরে,
মনের ক্ষুধা যেন যায় বেড়ে,
মন চায় তখন একটু গান শুনতে,
কিংবা গুনগুন করে আনমনে গান গাইতে।
কখনও রবীন্দ্রনাথের “গল্পগুচ্ছ” চুম্বকের মত টানে,
কখনও কবির মত রই চেয়ে আকাশ পাণে,
কখনও বারান্দায় সবুজ গাছের সাথে কথা বলি,
তাদের খোঁজখবর নেই, পানি ঢালি।
কখনও বিকেলের মিষ্টি রোদে হেঁটে,
পুস্পের মত ক্ষণস্থায়ী অবসর যায় কেটে,
যান্ত্রিক জীবনে কিঞ্চিৎ অবসর লাগে ইলিশের স্বাদের মত তুলনাহীন!
যার রেশ রয়ে যায় অনেক দিন,
আগে একটু খানি অবসর পেলে,
বড়শি নিয়ে যেতাম চলে,
পাশের পুকুরে কিংবা নদীতে,
অনেক অনেক মাছ ধরতে!
বয়স বাড়তে থাকে যত,
অবসর উপভোগ করার ধরনও হয় পরিবর্তিত,
জীবন কখনও মেঘের মত উড়ে,
কখনও আবার বৃষ্টি হয়ে ঝরে!