একতারায় একটি তার,
দোতারায় তিনটি, কি আজব কারবার?
দুনিয়ার মত রহস্যময়তা,
আছে স্বর্ণবালির মত ছড়িয়ে, নিয়ে নব বারতা!
একতারা বাজে যখন,
মনে হয় কোনও গ্রীক দেবতা ‘লায়ার’ বাজাচ্ছে তখন,
বসন্তের মিষ্টি বিকেলে বয়ে চলা বাতাসের মত,
সেই সুর দেয় এনে স্বর্গীয় প্রশান্তি অবিরত।
বাউল আর একতারার সম্পর্ক যেন মানুষ আর ছায়া,
একে অন্যরে করে লাইলী মজনুর মত জড়িয়ে মায়া!
কি মিষ্টি তার সুর!
যেন বিশ্বামিত্রের কানে মেনকার ছলনা সুমধুর!
একতারা মানেই বাঙালী,
একতারা মানেই প্রাণের, অস্তিত্বের গানগুলি,
একতারা মানেই সংস্কৃতি,
একতারা মানেই দেশ, একতারা মানেই মায়ের মত সবুজ প্রকৃতি।
আমার রন্ধ্রে রন্ধ্রে যেমন স্বাধীনতা আছে রক্তের মত মিশে,
একতারা ও তার সুরও আছে তেমন মনে প্রাণে জড়িয়ে ভালোবেসে,
একতারার তার বেজে উঠে যখন,
বাংলাদেশের সুলালিত ঐতিহ্য ও কৃষ্টি সিনেমার মত সামনে ভাসে তখন!