রাত যত গভীর হয়

রাত যত গভীর হয়,


তত তোমার কথা মনে হয়,


মনে হয় আরব্য রজনীর জাদুর পাটির মত করে,


চোখের পলকে যাই তোমার কাছে উড়ে।


 

মনে হয় প্রচণ্ড আলিঙ্গনে তোমায় বন্দী করি এখন,


যেন এটাই সর্বশেষ আলিঙ্গন, সর্বশেষ মিলন,


মন আমার মানে না একদম,


নাছোড়বান্দা শিশুর মত করে আনচান হরদম।


 

আমি জানি এই জোছনা ভেজা রাত্রিতে,


তুমিও নেই আমার মত শান্তিতে,


মাঝে মাঝে কল্পনায় নিজেকে সুপারম্যান বানাই,


কখনও বা স্পাইডারম্যান হয়ে তোমার নিঃশ্বাসের কাছে যেতে চাই।


 

তোমার মূর্তির মত নান্দনিক গ্রীবায় সুগন্ধি হয়ে থাকতে চায় মন,


তোমার নাম জপে মোর হৃদয় ধ্যানরত ঋষির মতন সারাক্ষণ,


তুমি আমার পৃথিবী, স্বপ্ন সুখের উল্লাস,


তুমি আমার জীবন, যেথায় করি আমি ভালোবাসার চাষ।  


  

তোমার তুলার মত শুভ্র স্তনের ঘ্রানে মাতোয়ারা হতে চাই,


তোমার মধুর মত সুমিষ্ট ঠোঁটে পিঁপড়ার মত কামড় বসাতে চাই,


তোমার প্রতিটি শাখা প্রশাখা সম্পূর্ণরূপে আবিস্কার করতে চাই,


হয়তো বা তোমায় নতুনভাবে উদ্ভাবন করতে চাই!

View kingofwords's Full Portfolio