পথের পাঁচালী-র শেষ লাইনের মত বলতে চাই,
চলো এগিয়ে যাই,
চলো অতীতের কালো অধ্যায় ভুলে,
যাই আলোর পথে চলে।
সিসিফাসের মত অর্থহীন কাজে লিপ্ত না থেকে,
একিলিসের মত সাহস নিয়ে বুকে,
এরিসের হিংসা, যুদ্ধ আর রক্তের পথে,
এসো করি পণ যাবো না কভু হেঁটে।
মহাত্মা গান্ধীর মত অহিংস হবো,
হিটলারের মত পুঁতবো না ঘৃণার বীজ এ ধরাতে,
ইরিবাস আসলেও দেবো না আলোর বাতি নিভতে।
হবো আবেগপ্রবণ কবির মত,
দারিদ্র্যের অভিশাপ থেকে করবো মুক্ত,
এ সমাজ, জাতি, দেশ,
দেখবে অবাক তাকিয়ে বিদেশ।
একেকটি প্রাণ যেন হয় পরিণত,
একেকটি সূর্যে, কেউ করবে না মাথা নত,
কাপুরুষের মত অন্যায় নামক বিষধর সাপের কাছে,
মনে রাখতে হবে- আলো আছে, আলো আছে!