শত আশা!

শত আশা,


বেঁধেছে মনে বাসা,


পাখীর মত,


আমি দিন গুনি অবিরত।


 

আশা এক ভেলা,


যে ভেলা করে খেলা,


মনের গহীনে,


আপন মনে।


 

কেউ আশা করে,


কেউ নিরাশায় মরে,


ক্যান্সার রোগীর মত ধুকে ধুকে,


অনেক কষ্ট নিয়ে বুকে।


 

তবে আমি বড্ড আশাবাদী মানুষ,


মনে আমার উড়ে সদা আশার ফানুশ,


চাই দিতে ছড়িয়ে ভাইরাসের মত,


আশা নামক ঔষধ অবিরত।


 

কিন্তু কূপমণ্ডূক যারা,


অর্থলোভী ও স্বার্থপর যারা,


চায় তারা মারবে ওদের হাতির মত পিষ্ট করে,


সদা যারা আশায় বাঁচে, পরিবর্তনে বিশ্বাস করে।

View kingofwords's Full Portfolio
tags: