ন্যায়ের পক্ষে জাগো!

ন্যায়ের পক্ষে জাগো!


আর কত করবে সহ্য?


আর কত কাঁদবে গুমরে?


প্রয়োজনে নজরুলের মত রাগো।


 

ন্যায়ের পক্ষে জাগো!


ন্যায়ের পক্ষে কণ্ঠ ওঠাও,


ন্যায়ের পক্ষে ঝাঁপিয়ে পড়ো,


আর মুখ লুকিও নাগো।


 

ন্যায়ের পক্ষে জাগো!


সূর্যের মত হও দৃশ্যমান,


সিংহের মত দাও হুংকার,


দেখবে অন্যায়কারী বলবে ভাগো, ভাগো


 

ন্যায়ের পক্ষে জাগো!


তুমি কি জানো না?


অন্যায় যে করে আর যে সহে,


সমান অপরাধী তারা, বলেছেন রবীন্দ্রনাথ, বিজ্ঞ।


 

ন্যায়ের পক্ষে জাগো!


তাদের মুখোশ উপড়ে ফেলো,


তাদের কালো হাত মাটির ঘরের মত দাও গুঁড়িয়ে,


ন্যায়ের মাঝেই সত্য আছে, ন্যায়েই আছে স্বর্গ।

View kingofwords's Full Portfolio
bishu's picture

Shotto kotha oparer bondhu

Bhashon dewa shohoj.... Kaje korte gelei onek onek badha .. Bhalo thakben 


©bishu 

 

KingofWords's picture

Thank you

You're absolutely right my esteemed friend. It reminds me of Napoleon's quote- “The world suffers a lot not because of the violence of bad people but because of the silence of good people.”