নীল কষ্টে আঁখি তার টলমল,
তার চোখে জল,
আমিই কাঁদিয়েছি তাকে,
হয়েছে বুলেটের আঘাতের মত রক্তাক্ত হৃদয় একটি বাক্যে।
পরে ভাবি আমি আনমনে,
কথাটি না বললেও পারতাম সেই ক্ষণে,
আসলে দোষ আমার নয়,
কেননা আমি এমন কিছু বলিনি যাতে তার কষ্ট হয়।
কিন্তু সে এত আবেগপ্রবণ যে,
আমাকে হারাবার ভয় করে বিরাজ তার মনের রাজ্যে,
পাগলের মত এত ভালোবাসে আমায়,
তাকে ছেড়ে এক মুহূর্ত দূরে থাকা দায়।
মাঝে মাঝে করি জিজ্ঞেস নিজেকে,
ভালোবাসার প্রতিদান পারব কি দিতে তাকে?
হয়তো পারব, হয়তো নয়,
বলবে শুধু একটি মাধ্যম, সময়!
আমি মীরজাফরের মত বিশ্বাসঘাতক নই,
আমি হিংসুটে, লোভী ইয়াগো নই,
ধরেছি তার হাত ভালোবেসে যখন,
এ হাত ছাড়ব না কভু, আসলে আসুক মৃত্যুর ক্ষণ!