সেই কখন থেকে,
সন্ধ্যা হয়েছে মুখরিত,
ঝিঁঝিঁ পোকার ডাকে,
কাকে ওরা ডাকে এত?
ডেকেই চলেছে অবিরাম,
যেন চলন্ত রকেট এক!
নেই কোনও বিশ্রাম,
যেন ডাকাতেই লুকায়িত সুখ অনেক!
জোনাকি পোকারা যেন আনন্দে মাতে,
কচু গাছের ভিড়ে,
ঝিঁঝিঁ পোকাদের সাথে সাথে,
চোরের মত নিশাচর প্যাঁচা আছে বসে নীড়ে।
প্রকৃতি বড়ই সুন্দর রাতে,
যেন ময়ূর তার পেখম মেলেছে!
যেন চাঁদও ছড়িয়ে দিয়েছে সৌন্দর্য তাতে,
যেন কোনও শিল্পীর আঁকা নিখুঁত ছবি নয়নের কাছে!
এমন রাত্রির দেখা পেলে,
প্রেমিক প্রেমিকারা অস্থির হয় মিলনের তরে,
কবি পায় লেখার খোরাক রাতের কাছে গেলে,
প্রাণ স্বর্গীয় সুখে শিউরে ওঠে, মন যায় ভরে!