‘মা’, কত ছোট শব্দ একটি!
কিন্তু কত গভীর এর অর্থটি!
দশ মাস দশ দিন গর্ভে ধারণের পর,
হলাম মুখোমুখি পৃথিবীর আলোর।
আমি ছিলাম সেই গর্ভে নিশ্চিন্তে, সেই আঁধারে,
কিন্তু মা কত সীমাহীন কষ্ট ভোগ করার পরে,
দিলেন জন্ম আমাকে,
এই বিশাল পৃথিবীর বুকে।
আমার বেড়ে ওঠায় ওনার যে অবদান,
কভু কি যাবে দেয়া তার প্রতিদান?
সেই মহীয়সী, দয়ার সাগর মাকে দিয়েছি কত না কষ্ট,
জেনে না জেনে, তবু আমার প্রতি ওনার স্নেহ ছিল স্পষ্ট!
মা, আকাশের মত বিশাল তোমার মন,
সমুদ্রের শীতল বায়ুর মত কোমল তুমি সর্বক্ষণ,
তুমি আছো বলেই আমার থাকা,
তুমি বিহনে জীবন আমার পানিহীন কুয়ার মত ফাঁকা।
কতবার আমার চোখের জল দিয়েছ মুছে,
তোমার অসীম স্নেহে সকল কষ্ট গিয়েছে ঘুচে,
মাগো! সৃষ্টিকর্তার কাছে এ প্রার্থনাই করি,
বেঁচে থাকো তুমি যুগ যুগ ধরি।
"Great" is all I can say Mr Friend just o'er the Fence
Just now I am on PC... reading your Bangla posts.. My old smartphone doesn't support Bangla script... Best wishes Hoping for some rain
©bishu
Thank you
Thank you so much my esteemed friend, However, it is raining cats and dogs here in Sylhet! :)