সমুদ্র বনাম আকাশ!

সমুদ্র গর্জনে গর্জনে,


আকাশটাকে দিচ্ছে হুমকি ক্ষণে ক্ষণে,


যেন সেই বিশাল এবং মহান!


আকাশটা নিশ্চুপ তবু, চায় না তার প্রমাণ।


 

সমুদ্র বলে আকাশকে, আমার রং সুন্দর, নীল,


যদিও তোমার রংও নীল,


তবে আমার নীলের কাছে তোমার নীল নয় কিছুই!


তবুও আকাশ বোবার মত নির্বাক রয়, বলে না কিছুই


 

সমুদ্র বলে আবার, আমার ঢেউ যেন নৃত্যরত দেবী,


মাছেরা করে খেলা নিত্য আমার বুকে, তাদেরও একই দাবি,


অগুনতি মানুষ করে যাওয়া আসা আমার বুক চিরে!


দেই না আমি বাধা কোনও, করি গ্রহণ সাদরে


 

এতক্ষণে আকাশ উঠল নড়েচড়ে!


বলল সে, ভাই সমুদ্র! পতন হয় অহংকারে,


তুমি কি জানো না এ সত্য,


আমার বিশালতার কাছে আছে কি তোমার কোনও অস্তিত্ব?

 

    

আকাশ বলে, আমার বুকে ঘুরে বেরায় সূর্য আর অনিন্দ্য চাঁদ,


সুন্দর পাখীরা উড়ে নিশ্চিন্তে, পায় স্বাধীনতার স্বাদ,


হীরের মত তারা আর উড়ন্ত মেঘের কথা নাই বা বললাম আর!


আমার নীল রঙের ছায়ায় কি উজ্জ্বল নয় ঐ নীল রং তোমার?

 

View kingofwords's Full Portfolio