পুরনো সূর্যটা আসে বারে বারে,
নাছোড়বান্দা শিশুর মত ফিরে,
সে আসতো, আসে, আসতেই থাকবে,
রাগ করে যদি না আসে, পৃথিবী যে ধ্বংস হবে!
সূর্য অবিরাম জ্বলে চলেছে,
যেন তার বুকে কোনও এক চাপা কষ্ট আছে!
নেভে না তার জ্বালা এক মুহূর্তের তরেও কভু,
আষাঢ়ের আকাশে ঘন কালো মেঘ জমলেও তবু।
সূর্য জ্বলে বলেই বীজ বের হয় খোলস ছেড়ে,
সূর্য জ্বলে বলেই সভ্যতা যায় এগিয়ে অন্ধকার ছেড়ে,
সূর্য জ্বলে বলেই পথিক পথ খুঁজে নেয় সহজে,
সূর্য জ্বলে বলেই গ্রামের কৃষক যায় কাজে।
ভোরের ঐ স্নিগ্ধ আকাশে,
সূর্য যখন দৈব শিশুর মত হাসে,
এ ধরা তখন জাগে নব প্রাণে,
যেন আড়মোড়া ভেঙ্গে উঠেছে রকেট এক ঊর্ধ্বপাণে।
সূর্যের বন্দনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়,
সৃষ্টিকর্তার অপূর্ব মহিমার প্রশংসা করতেই হয়,
তাঁর সৃষ্ট এই বিশ্বব্রহ্মাণ্ডের একটি উপাদান সূর্য,
যার উপস্থিতি ছাড়া হয় না কেউ সহজে কৃতকার্য।