আহা রে মোদের বাহারি নকশীকাঁথা!
সেথায় রয়েছে সাজানো কত না অতীতের কথা!
ঐতিহ্যের বাহক তা,
গর্বে হয় পাহাড়ের মত উঁচু মোদের মাথা!
গাঁয়ের বধূদের হাতে,
সুঁই আর কাপড় যখন মিলতো একসাথে,
হতো তৈরি অনিন্দ্য সৌন্দর্য ধীরে ধীরে,
শত ব্যস্ততা ও বাধা বিপত্তির ভিড়ে।
বাঙালী সংস্কৃতির ধারক,
সময়ের বলিষ্ঠ বাহক,
পরিশ্রমের ফসল এ নকশীকাঁথা,
সময়ের সাক্ষী হয়ে রয় তা।
মোদের অস্তিত্বের সাথে আছে মিশে নকশীকাঁথা,
কত স্মৃতিময় কথা আছে সেথায় গাঁথা!
সভ্যতার চাকা এতো পথ পাড়ি দেবার পরও,
নকশীকাঁথা আমাদের স্বকীয়তা এবং অহংকার আজও!
কবি জসীম উদ্দীনের “নকশীকাঁথার মাঠ” পড়লে,
এ কাঁথার তাৎপর্যের দেখা মিলে,
সময়ের চোরাবালিতে ডুবে যাবার আগেই,
নকশীকাঁথাকে বাঁচাতে হবেই।
মোদের অস্তিত্বের সাথে আছে মিশে নকশীকাঁথা,
Nokshikantha benche achhe benche thakbe jug jug dhore bondhu :) Besh laglo eta.. Thunderbolt kobitatao bhalo legechhe .. Bhalobasha roilo...
©bishu
Thank you
Onek dhonnobad sommanito bondhu amar. :)