পাহাড়ের বুকে যেন বহুকাল আগে,
করেছে গুলি সীমাহীন রাগে!
মনে হয় যেন সে কারণে,
গুহার সৃষ্টি হল এখানে!
গুহার কথা বললেই,
“এ্যা প্যাসেজ টু ইণ্ডিয়া”র এডেলার কথা মনে পরেই,
সেই মারাবার গুহায় যার উপর হয় যৌন হয়রানি,
কিন্তু অভিযুক্ত আজিজ পান খালাস তাও মোরা জানি।
কত না রহস্যের ভাণ্ডার এ গুহা!
কত না জানা ইতিহাসের সাক্ষী এ গুহা!
সন্ন্যাসীদের ধ্যানের স্থল গুহার নীরবতা,
যায় নাকি পাওয়া সেথায় আধ্যাত্মিকতা।
গুহা কি আঁধারের বাসস্থান নয়?
প্রবেশ মুখে এলে কার না ভয় হয়?
মাঝে মাঝে এও শোনা যায়,
ভয়ানক জীবজন্তু সেথায় রাত কাটায়।
বড় সাধ হয় মোর জানতে,
লাখ লাখ বছর আগে গুহাতে,
কি উপায়ে থাকতেন আদি মানবেরা?
জন্তুদের সাথে লড়াই করে হতেন নিশ্চয়ই পাগলপারা!