প্রেম করবে জয়

প্রেম করবে জয়,


অন্যায়ের টুটি ধরবে টিপে নিশ্চয়,


বাতাসের মত দেবে ছড়িয়ে,


ভালোবাসার সুবাস আবেগ মিশিয়ে।


 

প্রেম করবে জয়,


প্রেম কভু পরাজিত হবার নয়,


যেহেতু স্বর্গ তার পূর্বের ঠিকানা,


তাই তো কদর তার সবার জানা।


 

যেখানে ঘৃণা,


দেবে সেথায় প্রেম হানা,


জীবন যেখানে নিষ্ঠুর হয় মনে,


প্রেমের পালকি যাবে পৌঁছে জাদুর মত সেখানে।


 

প্রেম বাঁচতে শেখায়,


প্রেম হাসতে শেখায়,


পড়েনি যে কভু প্রেমে,


জীবন তার গেছে বহু আগেই থেমে।


 

এসো ভালোবাসার বার্তা দেই পৌঁছে সবার মনে,


কাল বা পরশু নয়, এখন, এই মুহূর্তে, এই ক্ষণে,


এসো এমন একটি দেশ গড়ি,


যেথায় যেদিকে দু চোখ যায়, উড়বে নিরন্তর প্রেমের ঘুড়ি!

View kingofwords's Full Portfolio