নিস্পাপ তুমি

তুমি শিশির ভেজা ভোরের মত সতেজ,


নিস্পাপ তুমি শিশুর কোমল হাসির মত,


আমার মান অভিমান যত,


তোমার নয়ন পাণে চেয়ে হারায় তেজ।


 

পুকুরের পানির মত স্থির তোমার মন,


আকাশের মত বিশালও বটে,


যা কিছু ঘটে তোমার ঐ মানসপটে,


দেখতে আমি পাই বিলক্ষণ।


 

তুমি জোছনার মত সুন্দর, তারার মত আলোকিত,


তুমি রাতের মত মায়াবী, শিতল বৃষ্টির মত।

View kingofwords's Full Portfolio