বিচার [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

বিচার হবেই হবে একদিন,


হতেই হবে,


পারবে না কোথাও পালাতে,


সকল অন্যায়ের হিসেব দিতে হবে!


 

আমি সেইদিনের অপেক্ষায় আছি,


তীর্থের কাকের মতন,


অন্যায়ের ফলস্বরূপ যেদিন অশ্রু ঝরবে,


তোমার নয়নজুড়ে!


 

হাসবো আমি ন্যায়বিচারের দামামা বাজিয়ে,

 

মনের কষ্ট যত মিলাবে হাওয়ায় কর্পূরের মতন!

View kingofwords's Full Portfolio