মনে পড়ে ছেলেবেলার সেই কালবৈশাখী,
একদিন তুমুল বৃষ্টিপাতের শেষে,
তখনো দমকা হাওয়া বইছিল,
টর্চলাইট নিয়ে বাইরে বেরুনোর প্রস্তুতি নিলাম।
মা বাবার চোখকে ফাঁকি দিয়ে,
রীতিমত চোরের মতন,
আম গাছের নীচে গোয়েন্দার মতই,
ঝড়ের শেষে আম কুড়াতে লাগলাম।
অনেক খোঁজার পরে একটি বা দুটি পেলেই,
মনে হতো বিরাট পুরস্কার পেয়ে গেলাম যেন!